ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণের পর শান্ত চত্ত্বরে এসে শেষ করে তারা। এসময় শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কারের দাবি জানায়।
বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশ থেকে শিক্ষার্থীরা অবিলম্বে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকারী তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি তুলেন। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির পোস্ট ও কমেন্ট ভাইরাল হলে শিক্ষার্থীরা তার শাস্তির দাবি জানায়। তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক এবং বিশ্ব হিন্দু সংগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।