আশরাফ চৌধুরী-জরিনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের ১৭জন মেধাবী শিক্ষার্থীকে জরিনা খাতুন স্মৃতি শিক্ষা বৃত্তি হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আগামী ৩ জুন ২০২২ শুক্রবার সকাল সাড়ে ১০টায় চন্দনপাট ইউনিয়নের লাহরীরহাট এলাকার সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নগদ শিক্ষা বৃত্তি প্রদানের আয়োজন করা হয়েছে।
বৃত্তির জন্য নিবার্চিতরা হলেন, সুমাইয়া আক্তার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়, জানকি ধাপের হাট উচ্চ বিদ্যালয়ের আনবার ইলফাত ইভা, মমিনপুর ইউনিয়নের খারুয়াবাধা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের রিংকী রায়, মমিনপুর স্কুল ও কলেজের ফারজানা আক্তার রেশমী ও মিশরাত জাহান, কবি দিলরুবা শাহাদাৎ সেন্টারের হাট উচ্চ বিদ্যালয়ের ফারজানা আক্তার লিমা, প্রাপ্তি সরকার। চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের মিশু তারা, শ্যামপুর মহাবিদ্যালয়ের কারিমা আহমেদ কনিকা, নিলুফার ইয়াসমিন ও লাহরীরহাট মহিলা কলেজের কুমারী সম্পা রানী সরকার।
হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর স্কুল ও কলেজের মাজকুরা ইসলাম স্নিগ্ধা, জিন্নিতারা খাতুন, আর্নিকা আক্তার, জয়া রানী মহন্ত ও হরিদেবপুর উচ্চ বিদ্যালয়ের রিফা মনি। খলেয়া ইউনিয়নের খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজের খাদিজাতুল কোবরা রশ্নি।
উল্লেখ্য যে, আশরাফ চৌধুরী ও জরিনা খাতুন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা মন্ডলীর সদস্য রংপুর উন্নয়নের গোপন কারিগর চৌধুরী খালেকুজ্জামানের পিতা ও মাতা। পিতা মাতার স্মৃতিকে অমর করে রাখবার জন্য প্রতি বছর সদর উপজেলার ৫টি ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীকে নগদ শিক্ষা বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।