রংপুর কোতয়ালী থানার এসআই মোঃ আহসান হাবীব-২ এর নেতৃত্বে একজন মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, পূর্ব কিশামত এলাকার মোশারফ হোসেন পিতা মৃত আজহার আলীকে ২০০৭ সালে নিজ স্ত্রীকে পেট্রল দিয়ে আগুন লাগিয়ে হত্যা করার মামলায় (মামলা নং ৫৬/০৭) মৃত্যুদন্ড দেয় আদালত।
তার পর থেকে সে পালাতক ছিল। দীর্ঘ চেষ্ঠা চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব ছিল না। গোপন সংবাদের ভিত্তিত তার অবস্থান নিশ্চিত হয়ে রংপুর কোতয়ালী থানার এসআই মোঃ আহসান হাবীব-২ সংগীয় কং/১১০৩ রুপমসহ ২ দিনের অভিযান পরিচালনা করে গত ১৪ মে গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুবাইল থানাধীন হায়দারাবাদ এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রংপুর কোতয়ালী থানার এসআই মোঃ আহসান হাবীব-২ জানান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্যার ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান স্যার সার্বিক সহায়তা ও নির্দেশনায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই।