রংপুরের তারাগঞ্জ উপজেলা মেডিকেলমোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছে। বাস দুটির সংঘর্ষের ফলে একটি বাস খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বনিতা রানী। তিনি রংপুর সদর উপজেলার পাগলাপীর, আলেয়া কুড়ি এলাকার শ্রী ষষ্ঠী মহন্তের স্ত্রী।
রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে রংপুর থেকে সৈয়দপুরগামী বিআরটিসি বাসের সাথে সৈয়দপুর থেকে রংপুরের দিকে ছেড়ে আসা নূরানী ট্রাভেলসের একটি মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বিআরটিসি বাসটি মহাসড়ক সংলগ্ন খাদে পড়ে ১ জন নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মামলা হওয়ার কথাও জানিয়েছেন তিনি।