রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের হরকলি বহুমুখী ফাজিল (ডিগ্রী) মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি তারা মিয়া। মাদ্রাসা’র অধ্যক্ষ নজরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রানু, বিদ্যুৎসাহী সদস্য তাজুল ইসলাম, আয়নাল হক, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন মখদুমী ও অভিভাবক সদস্য স্থানীয় মেম্বার গোলজার হোসেনসহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীগণ।
ক্রীড়া শিক্ষক ওয়ায়েস করনী রুমনের পরিচালনায় বৈচিত্রপূর্ণ খেলাধুলার মধ্যে ছিল শিক্ষার্থীদের জন্য ৫০মিটার থেকে ১০০মিটার কয়েকটি দৌড়, চকলেট দৌড়, বিস্কুট দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, দড়ি লাফ, গোলক নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের খেলা।
এছাড়া গজল ও সুরা তেলওয়াত অসাধারণ বিষয়বস্তু ও অতুলনীয় অভিনয় দক্ষতার কারণে বিশেষ পুরস্কার দেওয়া হয়। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।